Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

মৌলভীবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২১, ১০:৫০ এএম


মৌলভীবাজারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রণয়নসহ ৪ দফা দাবির অংশ হিসেবে মৌলভীবাজার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শাখা উদ্যোগে প্রেসক্লাব মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মুমিন এর পরিচালনায় ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আহবায়ক রণধীর রায় এর  সভাপতিত্বে।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, জেলা শাখার আইডিইবি সভাপতি মো: কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী আবু নাসের, পলিটেকনিক ইনস্টিটিউট স্নেহময় বড়ুয়া প্রমূখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আমারসংবাদ/কেএস