Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ইন্দুরকানীতে ঝুঁকিপূর্ণ শ্রেণি কক্ষে চলছে পাঠদান কার্যক্রম

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:    

সেপ্টেম্বর ১৫, ২০২১, ১২:৩৫ পিএম


ইন্দুরকানীতে ঝুঁকিপূর্ণ শ্রেণি কক্ষে চলছে পাঠদান কার্যক্রম

ইন্দুরকানীতে শ্রেণিকক্ষের সংকট, অস্বাস্থ্যকর পরিবেশ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান কার্যক্রম। দীর্ঘ ১৭ মাস বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু হলেও প্রতিষ্ঠান গুলোতে দেখা দিয়েছে শ্রেণি কক্ষের সংকট। যার ফলে শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ ভবনে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চালাচ্ছে পাঠদান কার্যক্রম।

বুধবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনে গেলে এমন চিত্র দেখা যায়। উপজেলার পি.এস মাধ্যমিক বিদ্যালয় শ্রেণিকক্ষে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ। বিদ্যালয়টি নতুন ভবন নির্মাণের জন্য বিভিন্ন মালামাল শ্রেণিকক্ষের ভিতরে দেখা যায়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিযোগ সুরে বলেন, ১বছর পূর্বে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করলেও অদ্যবধি ৫% কাজও শেষ হয় নাই। ঠিকাদারকে বারবার তাগিদ দিলেও আমলে নিচ্ছেন না। শ্রেণি সংকটের কারণে আমাদের পাঠদানে সমস্যা হচ্ছে। অস্থায়ী শ্রেণি কক্ষ নির্মাণ করলেও তা বৃষ্টিতে ভিজে পরিবেশ নষ্ট হয়ে গেছে। পাশ্ববর্তী ১০নং রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায়, ২টি শ্রেণি কক্ষ দিয়ে পাঠদান চালাচ্ছে।

[media type="image" fid="142186" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

প্রধান শিক্ষক জানান, ২০১৯ সালে প্রতিষ্ঠানের নতুন ভবনটি উদ্ভোধন করা হলেও কাজের নিম্ন মানের কারণে মেঝে ফাটল ধরেছে। সিডিউল অনুসারে বিদ্যালয়ের জন্য বিভিন্ন মালামাল থাকলেও তা পাই নাই। 

গাবগাছিয়া সকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্তুপ করা রয়েছে ঠিকাদারদের বিভিন্ন নির্মাণ সামগ্রী। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিক্ষা কার্যক্রম। সাইক্লোন সেন্টার কাম স্কুল দোতালার ২টি কক্ষে চলছে পাঠদান। সাইক্লোন সেন্টারের নির্মাণ কাজ নিম্ন মানের হওয়ায় কলমের প্লাসটার পড়ে গিয়ে রডগুলো বের হয়ে আছে। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম জানান, উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ চলছে। অনেক প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের সংটক রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরে জমিনে গিয়ে সমস্য সমাধানের চেষ্টা করব।  

আমারসংবাদ/এমএস