Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বরিশালে কীর্তনখোলা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল ব্যুরো:

সেপ্টেম্বর ১৫, ২০২১, ০১:৩০ পিএম


বরিশালে কীর্তনখোলা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কীর্তনখোলা নদী তীরের বিআইডব্লিউটিএ’র জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ’র প্রশিক্ষণ একাডেমী এলাকার অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর ডিসি ঘাট এলাকা এবং স্টিমার ঘাট নদীর তীর অবস্থিত নদী বন্দর এলাকায় বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

বুধবার বেলা ১১টার দিকে নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় ডিসি ঘাটসহ কীর্তনখোলা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মারুফ দস্তগীর।

উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মো: মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/এমএস