Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

গ্রামপুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজছাত্রের চোখ নষ্টের অভিযোগ

মিঠাপুকুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২১, ১১:১০ এএম


গ্রামপুলিশ সদস্যের বিরুদ্ধে কলেজছাত্রের চোখ নষ্টের অভিযোগ

মিঠাপুকুরের পাইকান কৃষ্ণপুর গ্রামে কলেজ ছাত্রের চোখ নষ্টের অভিযোগ উঠেছে এক গ্রামপুলিশ সদস্যের বিরুদ্ধে। কলেজছাত্রের নাম আহসান হাবীব। সে রানীপুকুর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে (১৬ সেপ্টেম্বর) পূর্ব শত্রুতার জের ধরে আহসান হাবীবের বাবা ফারুকের সঙ্গে গ্রামপুলিশ গোলাম মোস্তফার (মোস্ত চৌকিদার)  কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। 

সে সময় আহসান হাবীব তার বাবাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে চৌকিদার গোলাম মোস্তফা হাবিবের ডান চোখে আঘাত করে।

এতে আহসান হাবীব মাটিতে লুটিয়ে পড়ে এবং চৌকিদারের লোকজন বেধড়ক পেটায়। এরপর আহসান হাবিবকে উদ্ধার করতে আসলে এ ঘটনায় আরো ২/৩ জন আহত হয়।

পরে স্হানীয় লোকজনের সহযোগিতায় গুরুত্বর আহত অবস্থায় আহসান হাবিবকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রেরণ করেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানায় আহসান হাবিবের চাচা কামরুজ্জামান বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাকির হোসেন আমার সংবাদকে বলেন, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারসংবাদ/এআই