Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

কালুখালীতে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে পুলিশের মতবিনিময়

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২১, ১১:০০ এএম


কালুখালীতে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে পুলিশের মতবিনিময়

রাজবাড়ীর কালুখালীতে পুলিশের সাথে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালুখালী থানা অফিসার ইনচার্জ এর কক্ষে উপজেলার বিভিন্ন ব্যাংক এর ব্যবস্থাপক, তেল পাম্প ব্যবসাীয়, স্বর্ণ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন-সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।

মতবিনিময়কালে তিনি ব্যাংকের নিরাপত্তা, ঝুকিপূর্ণ লেনদেন, বিকাশ/নগদে সন্দেমূলক লেনদেন ও ফিলিং স্টেশনে হেলমেট ব্যতীত তেল বিক্রি নিষেধ সহ নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ করেন। 

কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বলেন, আপনাদের নিরাপত্তার স্বার্থে সরকারী বিধিনিষেধ মেনে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করুন। কোনো সন্দেমূলক লেনদেন বা সন্দেহ মূলক আচরণ দেখলে আমাদেরকে জানাতে পারেন অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিতে পারেন। 

সভায় সোনালী ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক লিঃ, ইউনিয়ন ব্যাংক লিঃ রূপালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপকগণ, বিভিন্ন এজেন্ট ব্যাংক, স্বর্ণ ব্যবসায়ী ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।