Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

নারী উন্নয়নে সকলের ভূমিকা অপরিসীম: হবিগঞ্জের ডিসি

মীর মোঃ আব্দুল কাদির, হবিগঞ্জ

সেপ্টেম্বর ২১, ২০২১, ০১:১৫ পিএম


নারী উন্নয়নে সকলের ভূমিকা অপরিসীম: হবিগঞ্জের ডিসি

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় স্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে "ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান তাহার বক্তব্যে বলেন, নারী উন্নয়নে আমাদের সকলের ভূমিকা অপরিসীম। সমাজে নারী উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমাজ উন্নয়ন সম্ভব। তাদেরকে সুশিক্ষা ও কর্মশালায় প্রশিক্ষনের মাধ্যমে গড়ে তুলতে হবে। তিনি কর্মশালায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে বলেন। 

সভাপতিত্ব করেন হবিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্য, মসজিদের ঈমাম প্রমুখ।  

আমারসংবাদ/এআই