Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের বিনামূল্যে বীজ-সার প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২১, ১২:৪০ পিএম


চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের বিনামূল্যে বীজ-সার প্রদান

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদেরকে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও বিকাশের মাধ্যমে টাকা প্রদান করছে সদর উপজেলা কৃষি অফিস। 

“২০২১-২০২২ অর্থবছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি”র লক্ষে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। 

৫শ জন কৃষককে ৫শ বিঘা জমিতে পেঁয়াজ আবাদের জন্য ১ কেজি করে ৫শ কেজি বীজ, প্রত্যেককে ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং পরিচর্যা খরচ বাবদ প্রত্যেককে বিকাশের মাধ্যমে ২ হাজার ৮শ টাকা করে দেয়া হচ্ছে। এছাড়াও পলিথিন সহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরামসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

আমারসংবাদ/এআই