Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

কাফকো'র সিএফও'র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৫:৩৫ এএম


 কাফকো'র সিএফও'র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত

দেশের অন্যতম বৃহৎ সারকারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) চিফ ফিন্যানসিয়াল অফিসার (সিএফও) হাবিব উল্লাহ মঞ্জুর বিরুদ্ধে আর্থিক ও নৈতিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। 

কোম্পানির বীমা এবং ব্যাংক আমানত থেকে কমিশন নেয়া, মিশর, ওমান এবং সৌদি আরব থেকে ইউএফ-৮৫ রাসায়নিক ক্রয়ে কমিশন নেয়া, জেটি মেরামতের কাজ নিয়মবহির্ভূতভাবে  সিঙ্গাপুরের সংস্থাকে দেয়াসহ জাল-জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানটির লাভের অংশ একটি চক্রের কাছে পাচারের অভিযোগ রয়েছে মঞ্জুর বিরুদ্ধে। 

বিষয়টি গণমাধ্যমে আসার পর মন্ত্রণালয়ের বিভাগীয় তদন্তের ​সিদ্ধান্ত এলো। 

তবে হাবিব উল্লাহ মঞ্জু বলেছেন, ‘ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ হয়তো আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ যে মিথ্যা তা আমি প্রমাণ করতে পারবো।'

আর কাফকোর অন্যান্য কর্মকর্তারা বলছেন, তদন্তের মাধ্যমেই সত্য বের হয়ে আসবে।

আমারসংবাদ/বিএইচ/এআই