Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

‘করোনা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

বাগেরহাট প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:৪৫ পিএম


‘করোনা মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতার বলেছেন, করোনা মহামারী মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সামনে এ মহামারী একটি নতুন যুদ্ধের মত। করোনা মহামারী মোকাবেলার এ যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হবো।

সমাজকল্যাণ সচিব রোববার (২৬ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় বাগেরহাট আয়োজিত ‘বাগেরহাট জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি’ নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাগেরহাট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের  উপসচিব(পরিকল্পনা) জাহান আরা, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়  খুলনা মোঃ আব্দুর রহমান ও সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ।

সমাজকল্যাণ সচিব বলেন, করোনা মহামারী চলাকালীন সারাদেশে ভাতাভোগীদের অনলাইন ডাটাবেজের আওতায় এনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ‘জিটুপি’ পদ্ধতিতে শতভাগ ভাতাভোগী ঘরে বসে ভাতা পাচ্ছেন।

তিনি আরো বলেন, সারা বিশ্বের অর্থনীতি যখন স্থবির তখন প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বাংলাদেশ প্রবৃদ্ধি  অব্যাহত রয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মচারীসহ সকলে মিলে একসাথে কাজ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

পরে সমাজকল্যাণ সচিব বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে প্রদত্ত অনুদানের চেক বিতরণ করেন।

আমারসংবাদ/জেআই