Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

গোপালগঞ্জে পাইককান্দি ইউনিয়নে কে হবেন নৌকার মাঝি

মোঃ সেলিম রেজা, গোপালগঞ্জ

সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৭:৫৫ এএম


গোপালগঞ্জে পাইককান্দি ইউনিয়নে কে হবেন নৌকার মাঝি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের সর্বত্র সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান, হাট- বাজার, রাস্তার মোড় সহ সর্বত্র একটাই আলোচনা তা হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন।

কে পাবে দলীয় প্রতীক, আবার কে হবে চেয়ারম্যান এ নিয়ে সাধারন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। এখনো ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সভা সমাবেশে অংশ নিচ্ছেন।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনি উপস্থিতির জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে লবিংও শুরু করেছেন তারা। 

পাইককান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান এস এম সাহাজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউনুস মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান ইসানুর রশিদ রিপন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন সিকদার, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মাহাতাব চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী, ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম পলাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সোহেল রানা, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শেখ সেলিম।

বর্তমান ইউপি চেয়ারম্যান এস এম সাহাজাহান জানান, দলীয় মনোনয়ন পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। এছাড়া ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যহত রাখবো।

সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউনুস মজুমদার বলেন, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে পুরাতন অভিজ্ঞতা কাজে লাগিয়ে আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করে যাবো।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আব্দুল মতিন সিকদার জানান, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে  অবকাঠামো উন্নয়ন, সুসমবন্টন সহ ইউনিয়নে ন্যয় বিচার নিশ্চিৎ করবো।

মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মাহাতাব চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন যাবৎ এলাকার জনগনের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আশাকরি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান হয়ে জনগনের সেবা করতে পারবো।

ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ চৌধুরী জানান, আশাকরি দলীয় মনোনয়ন পাবো। এ ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে দলের সিদ্ধান্ত মেনে নিবো।

ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সোহেল রানা বলেন, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নে সমবন্টন নিশ্চিত করবো। এ ছাড়া ডিজিটাল সুবিধা জনগনের দোর গোড়ায় পৌছে দিবো। 

ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম পলাশ জানান, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে জনগনের মৌলিক অধিকার ফিরিয়ে আনবো।