Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

তালতলীতে অবৈধ উচ্ছেদ অভিযান

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৯, ২০২১, ১০:৫০ এএম


তালতলীতে অবৈধ উচ্ছেদ অভিযান

বরগুনার তালতলী বাজারের সদর সড়ক ও ফুটপাত অবৈধ দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী রেখে যানবাহন ও পথচারী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাজারের সদর রোডে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. কাওছার হোসেন।

জানা গেছে, সড়কের উপর ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী রেখে চলাচলের বিঘ্ন ঘটে।উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে  প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকালে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ সরিয়ে ১৩জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.কাওছার হোসেন বলেন, অভিযানকালে অবৈধভাবে রাখা পণ্যসামগ্রী রাস্তা ও ফুটপাত থেকে অপসারণ করা হয়।ভ্রাম্যমাণ আদালতে ১৩জন ব্যবসায়ীকে মোট ৬২হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় অভিযানে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীরা উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস