Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

লোহাগড়ায় ফাষ্ট ফুড খাবার খেয়ে শিশুর মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি 

অক্টোবর ৩, ২০২১, ১১:৩০ এএম


লোহাগড়ায় ফাষ্ট ফুড খাবার খেয়ে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া থানার সামনে পৌরসভা ভবনের নিচতলায় কাজী ফার্মের ফাষ্ট ফুডের দোকানে খাবার খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষিপাশা গ্রামের রাশেদ খন্দকার জুনায়েদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৯) আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। 

রোববার (৩ অক্টোবর) বিদ্যালয় ছুটি হলে আনুমানিক দুপুর ১২ টা ৩০ মিঃ সময় সে কাজী ফার্ম নামক ফাস্ট ফুডের (থানার সামনে পৌর অফিসের নীচ তলায়) দোকানে নাস্তা করতে যায়। 

সে ঔই দোকানে চিকেন মিটবল খাওয়ার সময়ে তার গলায় চিকেন মিটবলের কিছু অংশ আটকে যায়, তখন ঐ দোকানের কর্মচারী মিল্টন ও নাজমুল তাকে চিকিৎসার জন্য লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

কাজী ফার্মস এর মালিক সোহাগ হোসেনের সংগে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, শিশু আব্দুল্লাহ আল মামুন আমার দোকানে নাস্তা করতে আসে এবং সে চিকেন মিটবন খেতে বসে। খাবারের সময় তার গলায় খাবার বেধে গেলে আমার দোকানের কর্মচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বিপাশা তাকে চিকিৎসা দেওয়া অবস্হায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

এ ঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, ঘটনাটি শুনেছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারসংবাদ/কেএস