Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ফেনীতে স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা বন্ধে নজরদারি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২১, ১০:৪০ এএম


ফেনীতে স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা বন্ধে নজরদারি

ফেনীতে স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে। 

রোববার (৩ অক্টোবর) দুপুরে শহরের রাজাঝির দিঘীর পাড়ে অভিযান চালিয়েছে ফেনী মডেল থানা পুলিশ। এ সময় ইউনিফর্ম পরিহিত কয়েকজন শিক্ষার্থীকে আটকের পর সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়, করোনায় দীর্ঘ দেড় বছর বন্ধ কাটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ার পর প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের একটি অংশ শহরের রাজাঝির দিঘীর পাড়ে আড্ডা জমায়। ক্লাস ফাঁকি দিয়ে সহপাঠী বন্ধু-বান্ধবীদের সাথে ঘোরাফেরা করে।

আড্ডার পাশাপাশি ধূমপানে জড়িয়ে পড়ছে এসব শিক্ষার্থীরা। এসব কর্মকাণ্ড দেখে স্থানীয় পথচারীদের চাপা ক্ষোভ বিরাজ করে। স্থানীয়ভাবে বিষয়টি পুলিশকে অবগত করা হলে গত বৃহস্পতিবার রাজাঝির দিঘীর পাড়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

এসব শিক্ষার্থীরা পুলিশ দেখে দীঘির পাড় থেকে সরে পড়ে। পুলিশ চলে যাওয়ার পর পুনরায় আড্ডায় মেতে ওঠে তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান, শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে আড্ডা দিয়ে যেন বিপথগামী না হয় সেজন্য শহরের কিছু জায়গায় নজরদারির ব্যবস্থা নেয়া হয়েছে।

আমারসংবাদ/কেএস