Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

বরিশালে ইলিশ রক্ষায় শুরু হয়েছে অভিযান

বরিশাল প্রতিনিধি

অক্টোবর ৪, ২০২১, ০১:৪৫ পিএম


বরিশালে ইলিশ রক্ষায় শুরু হয়েছে অভিযান

ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরে বরিশালের কীর্তনখোলা নদীর ডিসি ঘাট সংলগ্ন এলাকা থেকে সোমবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় অভিযান শুরু করেছে প্রশাসন।

অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার বলেন, ৩ অক্টোবর মধ্যরাত থেকে দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া প্রতিটি উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা চাল পৌঁছে দেয়া হয়েছে। প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলায় ৫১ হাজার ৭০০ জন জেলে পরিবারকে ১ হাজার ৩৪ টন চাল দেয়া হবে। জেলেরা যাতে দ্রুত সময়ের মধ্যে চাল পান সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

আমারসংবাদ/কেএস