Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২১, ০৪:৩৫ এএম


রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে দুইজন ও উপসর্গে দুইজন মারা গেছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট চারজনের মৃত্যু হয়। এদের মধ্যে পাবনার দুইজন ব্যক্তি সংক্রমণে মারা গেছেন। আর রাজশাহীর দুজন বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ১২ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৩ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৮৫ জন।


আমারসংবাদ/ইএফ