Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

১৪ বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২১, ০৭:২০ এএম


১৪ বছর পর চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

টানা ১৪ বছর পর বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সংগঠন ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবন করেন না এমন নেতা নির্বাচন করবে বলে জানা গেছে। যারা মূল নেতৃত্বে আসতে চান এমন ডজনখানেক নেতা এরই মধ্যে ঢাকায় ডোপ টেস্ট করে এসেছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে এই সম্মেলন হচ্ছ। 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল সুজনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম। 

সম্মেলন উদ্বোধন করেন-স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সদস্য ফেরদৌসি ইসলাম জেসিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ অতিকুল ইসলাম জানান, বিগত ২০০৬ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে অ্যাডভোকেট মিজানুর রহমানকে (প্রয়াত) সভাপতি করা হয়েছিল। পরে অ্যাডভোকেট মিজানুর রহমান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে নেতৃত্বের সংকট সৃষ্টি হয়। আরো পরে সাম্প্রতিক সময়ে অধ্যক্ষ আতিকুল ইসলাম পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনটি মুখ থুবড়ে পড়ে। 

এরিপোর্ট লেখা পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন।

আমারসংবাদ/এআই