Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

রাজাপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা 

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

অক্টোবর ৬, ২০২১, ০১:০০ পিএম


রাজাপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা 

ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গা পূজা-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৬ অক্টোবর) বিকেলে ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ বছর উপজেলার ছয়টি ইউনিয়নের ২১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন হবে বলে জানিয়েছেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। 

প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাইরুল আলম সরফরাজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, সঞ্জীব কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানার (ওসি) শহিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়্যারম্যানগণ, পূজা উদযাপন পরিষদের শ্রী নিত্যানন্দ সাহা, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র কর্মকার সহ উপজেলা বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিগণ। 

এ সময়ে উপস্থিত ছিলেন ওসি তদন্ত আঃ হালিম তালুকদার, রাজাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক খান এনামুল হোসেন, রাজাপুর  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আঃ রাজ্জাক, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার একুশটি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের অধিকাংশ উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস