Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

ধামইরহাটে করোনাভাইরাস ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:   

অক্টোবর ৮, ২০২১, ১০:০০ এএম


ধামইরহাটে করোনাভাইরাস ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

নওগাঁর ধামইরহাটে মহামারি করোনাভাইরাস ও বাল্যবিয়ে প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তালঝাড়ি আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পদ্মা হেলথ্ এন্ড এডুকেশান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এবং সেজুতি হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় নির্বাহী পরিচালক একরামুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা, এসআই আলমগীর হোসেন, এছাড়াও ফাউন্ডেশনের সভাপতি মো. মাসুদ পারভেজ পলাশ, এরিয়া ম্যানেজার মো: নাজিমুল হোসেন, মো: আশিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজ থেকে বাল্য বিয়ে দূরীকরণের নানা রকম গুরুত্ব নিয়ে আলোচনা ব্যক্ত করেন। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

আমারসংবাদ/এমএস