Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ডিবি পরিচয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মিলন গাজীকে অপহরণ 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ৮, ২০২১, ১০:২০ এএম


ডিবি পরিচয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মিলন গাজীকে অপহরণ 

পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহা-সভাপতি মোঃ মিলন গাজীকে ডিবি পরিচয়ে কে বা কাহারা একদল অজ্ঞাত সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার লেবুখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকা সংলগ্ন তার নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। 

অপহৃত মিলনের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক রাত ২ টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকা সংলগ্ন তার নিজ বাড়িতে এসে একদল অজ্ঞাত (১২ জন) লোক ডিবি পরিচয়ে কোন কিছু না বলেই মুখোশ পরিয়ে মিলনকে তুলে নিয়ে বরিশালের দিকে চলে যায়। 

এ সময় বাড়ির আশপাশের লোকজন বাইরে বেরিয়ে এসে অনেক চেষ্টা করেও তাদের (অজ্ঞাত সন্ত্রাসী দল) হাত থেকে মোঃ মিলন গাজীকে রক্ষা করতে পারেনি। অসত্র দেখিয়ে সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে তুলে নিয়ে যায়। অপহৃত মিলন গাজীর পরিবার বরিশালের বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অফিসে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত মোঃ মিলন গাজীর কোন সন্ধান মিলেনি। 

উল্লেখ্য, মোঃ মিলন গাজী দুমকি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহা-সভাপতি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি। ডিবির কেউ তাকে নিয়ে যায়নি বলেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, মিলনের স্ত্রী মোসাঃ পলি আক্তার একটি জিডি করেছেন। পুলিশ অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে। 

আমারসংবাদ/কেএস