Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বাগাতিপাড়ায় ভোক্তা আইনে ২ প্রতিষ্ঠানে জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২১, ১১:০০ এএম


বাগাতিপাড়ায় ভোক্তা আইনে ২ প্রতিষ্ঠানে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির প্রস্তাব করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অপরাধে নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগীতায় শনিবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলমের একটি মোবাইল টিম উপজেলার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করেন।

এ সময় দয়ারামপুরের মজুদদার ফার্মেসীর মালিক ডাক্তার অংশমান মজুমদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ১০ হাজার টাকা ও সাগর কসমেটিকস এর মালিককে ৪৫ ধারায় ২হাজার টাকা সহ মোট ১২হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের এই বাজার মনিটরিং টিম বিভিন্ন বাজারে চাল, ডাল, পেয়াজ, মরিজ সহ নিত্য ভোগ্য পণ্যের অতিরিক্ত মূল্য না নিতে এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলাতে ব্যবসায়ীদের সচেতন করেন।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের বাগাতিপাড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ ও বাগাতিপাড়া মডেল থানার এসআই জোহা সহ সঙ্গীয় ফোর্স অভিযানে উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস