Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

লোহাগড়ায় দূর্গাপূজা উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ   

উপজেলা প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২১, ০১:২৫ পিএম


লোহাগড়ায় দূর্গাপূজা উপলক্ষে বিট পুলিশিং সমাবেশ   

নড়াইলের পুলিশ সুপারের নির্দেশনায় ওসি লোহাগড়া থানা আয়োজিত, লোহাগড়া উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আবু হেনা মিলন।                                             

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় (পিপি এম বার)। অতিরিক্ত পুলিশ সুপার জনাব তানজিলা, উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান রুনু, লোহাগড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মশিয়ুর রহমান, জনাব ফয়জুল হক (রোম) লোহাগড়া পৌর মেয়র জনাব আশরাফুল আলম, জনাব শিয়ানুক রহমান, ৫ নংলক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাজী বনি আমিন, কাউন্সিলর জনাব গিয়াস উদ্দিন ভূইয়া, লোহাগড়া আওয়ামী লীগের মহিলা নেত্রী জনাব লিপি খানম, সহ পূজা মন্ডবের সভাপতি, সেক্রেটারি ও সাধারন ভক্তগণ শারদীয় দূর্গাপূজা যাহাতে সুশৃঙ্খল ভাবে পালন করতে পারে, সেই বিষয় নিয়ে সকলের সাথে এই সমাবেশে মত বিনিময় করেন।

নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপি এম বার  বলেন ধর্ম  যার যার উৎসব সবার। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান  সকলে এক সংগে কাধে কাধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করেছি সুতারাং এই উৎসব আমাদের সকলের। কেউ যদি এই উৎসব নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র করে তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তাই আমরা সকলে সুন্দর ভাবে এই ধর্মীয় উৎসব পালন করবো। 

আমারসংবাদ/কেএস