Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

লক্ষ্মীপুরে ৭৮টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২১, ০৭:১৫ এএম


লক্ষ্মীপুরে ৭৮টি পূজা মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে লক্ষ্মীপুরে প্রতিমা তৈরি শেষে সাজসজ্জার কাজও সম্পন্ন হয়েছে। চলছে শেষ মুহূর্তে প্রতিমার রংতুলির আঁচড়। এ বছর জেলার পাঁচটি উপজেলায় মোট ৭৮টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। 

পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান (পিপিএম-সেবা)।

সূত্রে জানা যায়, সোমবার মহাষষ্ঠীতে দেবী দূর্গাকে আগমনের আহ্বান জানিয়ে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। লক্ষ্মীপুরের বিভিন্ন মন্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শহরের বেশ কয়েকটি মন্ডপ ঘুরে দেখা যায়-পূজা উদযাপন কমিটির সদস্য ও প্রতিমা শিল্পীরা বিভিন্ন কাজে ব্যস্ত। কেউ প্রতিমায় তুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত, কেউ মন্ডপের গেট তৈরিতে ব্যস্ত।

তবে করোনার কারণে কমে গেছে প্রতিমা শিল্পীদের কাজ। আয়-রোজগারও কমে গেছে তাদের। করোনায় কাঁচামালের দাম বাড়ার কারণে আগের মতো আর্থিকভাবে লাভবান হতে পারছেন না তারা।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার জানান, স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলায় বরাবরই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয়, এবারও এর ব্যত্যয় ঘটবে না।

জেলা প্রশাসন ও পুলিশ দুর্গোৎসব সফল করতে দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে।  শারদীয় দূর্গা পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, তারজন্য জেলা পুলিশের পক্ষ থেকেও সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।

গতবছর জেলায় ৭৬টি মন্ডপে পূজা হলেও এবার তা বেড়ে মোট ৭৮টি মন্ডপে পূজা উদযাপন হবে। ভক্তদের আশা, দেবী দুর্গার আশীর্বাদে করোনামুক্ত হবে বিশ্ব, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে দেশ।

প্রসঙ্গত, সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়ে বৃহস্পতিবার বিজয়া দশমী পালন শেষে শুক্রবার দেবী দুর্গা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজা। 

আমারসংবাদ/এআই