Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

রাঙামাটিতে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২১, ০৮:৩৫ এএম


রাঙামাটিতে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" "মুজিব বর্ষের অঙ্গীকার, মাদক করবো পরিহার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ভলিবল ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকালে মারী স্টোডিয়ামে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ভলিবল ও ফুটবল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ'র সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ মারুফ আহম্মেদ, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দুর্গেস্বর চাকমা, এডভোকেট মামুনুর রশিদ মামুন সহ  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

ভলিবল খেলায় জেলা মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বনাম জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল খেলায় জেলা প্রশাসন বনাম রাঙামাটি পৌরসভা সহ মোট ৪টি দল অংশ নেয়। এতে ভলিবল খেলায় জেলা ক্রীড়া সংস্থার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, অন্যদিকে ফুটবল খেলায় জেলা প্রশাসন ২ - ১ গোলে পৌরসভাকে পরাজিত করে জেলা প্রশাসন দল চ্যাম্পিয়ন হয়।

আমারসংবাদ/এআই