Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

করোনায় বিয়ে হওয়া সেই লাবনী পড়াশোনা চালিয়ে যাচ্ছেন

নীলফামারী প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২১, ১২:৩৫ পিএম


করোনায় বিয়ে হওয়া সেই লাবনী পড়াশোনা চালিয়ে যাচ্ছেন

নাম তার লাবনী রায়। বয়স ১৩ বছর। সে ককই বড়গাছা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাএী। 

করোনাকালিন সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় গত চার মাস পূর্বে তার বিয়ে হয়। সে নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়নের ককই বড়গাছা গ্রামের বাবুর্চি হরিদাশের মেয়ে। 

বিয়ে হয় সদরের পলাশবাড়ী ইউনিয়নের খঁলিশাপচা গ্রামের কামেনী রায়ের ছেলে সবুজ রায়ের সাথে। 

গতকাল সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে কথা হয় লাবনী রায়ের সাথে, সে বলেন করোনাকালিন সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় পরিবারের চাপে আমার চার মাস পূর্বে বিয়ে। বিয়ের পর থেকে স্বামীর বাড়ীতে সংসার করছি। আমার পড়ালেখার খুব ইচ্ছে, বড় হয়ে আমি শিক্ষিকা হবো। কিন্তু বিদ্যালয় খোলার পর থেকে আমি প্রায় ১২ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিদিন স্বামীর বাড়ী থেকে ক্লাস করতে ছুটে আসি বিদ্যালয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণপতি রায় বলেন, আমি যদি জানতাম লাবনী রায়ের বিয়ে হচ্ছে তাহলে আমি তার বিয়ে ভেঙ্গে দিতাম। 

করোনাকালিন সময়ে শিক্ষার্থীদের বিয়ের বিষয়ে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মোঃশফিকুল ইসলাম বলেন, আমাদের কাছে আজ পর্যন্ত কোন শিক্ষার্থীর বিয়ের হিসেব নেই। তবে আমরা প্রতিটি বিদ্যালয়ে চিঠি দিয়েছি, যেসব শিক্ষার্থীর বিয়ে হয়েছে তাদের তালিকা দেয়ার জন্য। আরও কিছুদিন সময় লাগবে পরিপূর্ন হিসেব পেতে।

আমারসংবাদ/এআই