Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ধর্মপাশায় চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ       

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 

অক্টোবর ১১, ২০২১, ০১:৩০ পিএম


ধর্মপাশায় চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ       

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদৌসুর রহমান ও তিন নং ওয়ার্ডের মেম্বর মোঃ আর্শাদ মিয়ার বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। 

ভোক্তভোগি সাবিনা, স্বামী, রতন মিয়া, গ্রাম, জামালপুর, আইডি কার্ড  নং-১৯৯২৯০১৩২৬৬০০০১২৫, বই নং-১৩৪, ভি জি ডি কার্ড তার নামে বরাদ্দ হয়েছে। কার্ডের চাল প্রতি মাসে ৩০ কেজি করে মোট ২৭০ কেজি চাল গত নয় মাস ধরে ভুক্তভোগী পায়নাই। 

ভুক্তভোগী নিজে সোমবার (১১ অক্টোবর) সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনতাসির হাসানের বরাবর লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগে আরও উল্লেখ করেছেন, আমি গরিব অসহায় মানুষ, চেয়ারম্যান ও মেম্বরের বিরুদ্ধে মুখ খুললে আমাকে বিপদে ফেলার হুমকি দেয়। ভুক্তভোগী অভিযোগটি তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। 

তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আর্শাদ মিয়া বলেন, সাবিনার নামে কার্ড হয়েছে, সে গত নয় মাস চাল পায়নি। 

ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌসুর রহমান বলেন, এই অভিযোগ সত্য নয়। আমার কাছে আসলে সমাধানের ব্যবস্থা করব। 
উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী অনিল সরকার বলেন, সাবিনার নামে ভিজিডি কার্ড হয়েছে, তার সিরিয়াল নাম্বার ১৩৪। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনতাসির হাসান বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত  ক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। 

আমারসংবাদ/কেএস