Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকা, জরিমানা গুনলেন দোকানী

ফেনী প্রতিনিধি 

অক্টোবর ১১, ২০২১, ০২:১০ পিএম


৪০ টাকার পেঁয়াজ ৬০ টাকা, জরিমানা গুনলেন দোকানী

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দোকানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা।
তিনি জানান, সোমবার দুপুরে মুন্সীরহাট বাজারে গিয়ে দেখা যায়, মূল্য তালিকায় পেঁয়াজের মূল্য আছে ৪০ টাকা, কিন্তু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এ অভিযোগে পাল ব্রাদার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় একই বাজারের অসূক্ষ্ম স্টোরকে ৩ হাজার টাকা ও হীরামন সুইটস এ পোড়া তেল ব্যবহার ও মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা জানান, মাইকিং করে বাজারের সকল ব্যাবসায়ীদেরকে মূল্য তালিকা হালনাগাদ করা, যৌক্তিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে অনুরোধ করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন ও ফুলগাজী থানার পুলিশের একটি টিম সহায়তা করেন।

আমারসংবাদ/কেএস