Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

কুষ্টিয়ায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি

অক্টোবর ১২, ২০২১, ০৯:৩০ এএম


কুষ্টিয়ায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বগুড়া জেলার নন্দীগ্রামে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতনসহ সারাদেশের শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১১টার সময় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের সামনে এনএস রোডে কুষ্টিয়া জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা শিক্ষক ফোরাম -এর সভাপতি আনোয়ারুল ইসলাম।

দৌলতপুর উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা, হরিনারায়নপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হোসেন, দৌলতখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, কুমারখালী চাইল্ড হ্যাভেন গার্লস  হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সালেহ, কুষ্টিয়া হাউজিং এস্টেট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, হেল বাকী ও জগতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কছিম উদ্দিন প্রমূখ।

এ সময় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা, বগুড়ার নন্দীগ্রামে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষক এবং সারাদেশে শিক্ষক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। এ ছাড়াও ঐ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আমারসংবাদ/কেএস