Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্বোধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২১, ১১:৪৫ এএম


ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্রের উদ্বোধন

কিশোরগঞ্জের ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্রের কার্যক্রম চালুকরণ সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। 

বুধবার (১৩ অক্টোবর) সাড়ে ১২টায় মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন  কর্পোরেশনের পরিচালক অর্থ (যুগ্ম সচিব) মনজুর হাসান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য অবতরণ কেন্দ্রটির কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন  কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কাজী হাসান আহমেদ। 

অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব  ইফতেখার হোসেন বেনু, নৌ পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোঃ সাইদুর রহমান প্রমূখ। 

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মৎস্য কেন্দ্রটিতে দোকান বরাদ্ধ নেওয়া গ্রাহকদের হাতে প্রয়োজনীয় কাগজ-পত্র তুলে দেন অতিথিরা। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভৌগোলিক অবস্থান থেকে নদীবন্দর ভৈরব দেশের মৎস্য শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু মানসম্মত মৎস্য অবতরণ কেন্দ্র না থাকায় এই অঞ্চলের মৎস্যজীবীরা আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং হাওরাঞ্চলের উৎপাদিত মাছ রপ্তানি বিঘ্নিত হচ্ছে। 

তিনি আরও বলেন, মুনাফা অর্জনের জন্য নয়, বরং এই অঞ্চলের মৎস্য শিল্পের সার্বিক উন্নয়নের কথা ভেবে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এ মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। 

সচিব বলেন, ২০কোটি ৭৯লক্ষ ৪০হাজার টাকা ব্যয়ে নির্মিত এই মৎস্য অবতরণ কেন্দ্রটি স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি করবে। পাশাপাশি মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণেও সহায়ক ভূমিকা রাখবে।

আমারসংবাদ/কেএস