Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

সারাদেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ০১:১৫ পিএম


সারাদেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়-‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি একসাথে’। এ প্রতিপাদ্যের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যদের মহড়ার মধ্যদিয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় জেলা শহরের গ্রিন ভিউ স্কুলে এসব কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। 
জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, গ্রিন ভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মহসিন মৃধা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাবের আলী প্রামানিক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জানান, জেলায় গত একবছরে ১৫১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাবধনতা অবলম্বন না করায় এইসব ঘটনা ঘটে। তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের স্টেশন অফিসার (অ.দা.) রফিকুজ্জামানের নেতৃত্বে সংস্থাটির সদস্যরা ভ’মি কম্প হলে করণীয়, কিভাবে উদ্ধার করে হাসপাতালে নিতে হয়, গ্যাস সিলিন্ডারের আগুন কিভাবে নেভাতে হয়, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং কিভাবে আগুন নেভানো, নজেল ডিসপ্লেসহ বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

বাসাইল( টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ( ১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি নাহিয়ান নূরেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদৎ হোসেন, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদ, কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক, ফুলকি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, সদর ইউনিয়ন চেয়ারম্যানপ্রার্থী সোহানুর রহমান সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাছান, যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খান, বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রকিবুল হাসানসহ অন্যরা। পরে স্থানীয় ফায়ার সার্ভিস দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে ডামি ডিসপ্লে প্রদর্শন করে।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: "মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি" এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস- ২০২১ উদযাপন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে ভূঞাপুর ফায়ার সার্ভিস দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করেন। প্রদর্শন পরিচালনা করেন ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম।  এর আগে উপজেলা পরিষদ সভা কক্ষে দুর্যোগ প্রমশন দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান। এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফনুর মিনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ শহিদুজ্জামান, এটিও রেজাউল করিম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম, প্রসক্লাব সভাপতি শাহ আলম প্রামানিক, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বেলা সোয়া বারোটায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের(দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) আয়োজনে ও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা আশেকূল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এম পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। ”মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দূর্যোগ প্রস্ততি“ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আছাদুজ্জামান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফারুক আহমেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে ইফতেখার আহমেদ বদরুল (রহিমপুর), আব্দুল হান্নান (সদর), ফজলুল হক বাদশা (আলীনগর), কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌর মেয়র মো:  জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ।
 
বগুড়া প্রতিনিধি: বুধবার (১৩ অক্টোবর) শিবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালেয় আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ পালন করা হয়েছে।এ দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো: "মুজিব-বর্ষের প্রতিশ্রুতি,জোরদার করি দুর্যোগ প্রস্তুতি"।  শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) হাসমত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আজিজুল হক সহ আরো অনেকে।

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার চারটি উপজেলায় এ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিস স্টেশন এর মহড়ার মধ্য দিয়ে উদযাপন করা হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১। 'দুর্যোগের ক্ষতি রোধে -বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার চারটি উপজেলায় এক যোগে আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যা লি, আলোচনা সভা, মহড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি মাগুরা জেলা। বুধবার জেলা প্রশাসক মাগুরা কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন এডিসি,কামরুজ্জামান, উপসহকারী পরিচালক মোহাম্মদ মাছুদ সর্দার, মাগুরা জেলা ডি,আর,ও এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার। এসময় বক্তব্য রাখেন, মাগুরা জেলা ফায়ার সার্ভিসের  স্টেশন কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ মাছুদ সর্দার, মাগুরা জেলা ডি,আর,ও এবং মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  মোঃ সোহাগউজ্জামান সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার।

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনাসভা ও অগ্নিমহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে সম্মেলন কক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা,মহিলা বিষয়ক কর্মকর্তা সামসুন্নাহার তাসািনম,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা ভৈরব ফায়ার ষ্টেশন মাষ্টার মোঃ আজিজুল হক রাজন প্রমূখ। আলোচনা সভা শেষে ভৈরব ফায়ার ষ্টেশনের দমকল বাহিনী আগুন লাগলে কীভাবে নেভাতে হবে এবং প্রাথমিকভাবে করনীয় কি সে সম্পর্কে মহড়া প্রদর্শন করে। এসময় প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে গতকাল বুধবার দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভূমিকম্প ও অগ্নিকান্ত মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.মাহফুজ রিবেন,সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন,উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন,কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মো. আক্তার হোসেন,রশুনিয়া ইউপির চেয়ারম্যান মো.ইকবাল হোসেন, উপ সরকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা মো.শাফায়াত হোসেন, মো.মারুফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
 ফুলপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলপুর প্রতিনিধি: "মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি" প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০২১ এবং সিপিপি এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনির্বাপনে সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় ইউএনও শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন, ফুলপুর প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবুল বাশার রাজন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সাংবাদিক মিজানুর রহমান আকন্দ, আবু রায়হানসহ আরও অনেকেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূইয়া।

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জে মাধবপুর উপজেলা প্রশাসন উদ্যোগে (১৩ অক্টোবর) বুধবার আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিচালনায় “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি, অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগকে প্রশমন করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমামুন হাসান, অন্যান্য মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ূন কবির, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মনোতোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, আইয়ুব খান,অলিদ মিয়া, আলমগীর কবির, প্রমুখ। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ডিফেন্স এর কর্মিরা সচেতনতা মূলক এক মহড়ার আয়োজন করেন।
 
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের সনাতন ধর্মালম্বীদের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছেন উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বারদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লায়ন মো. মহাবুবুর রহমান বাবুল। বুধবার সকালে মনিপাড়া, রঘুনাথ পুকুরপাড়, ওড়লাপুর, মারকুন্ডিপাড়া, মোটের পুকুরপাড়ের বিভিন্ন পুজা মণ্ডপে ৮ শতাধিক হিন্দু পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। এসময় লায়ন মো. বাবুল বলেন, বঙ্গবন্ধুর কন্যা ও উন্নয়নের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে আছে। এ বছরও দুর্গাপূজা উদ্যাপনে সরকার সহযোগিতার পাশাপাশি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা কমিটির সদস্যরা

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: “মুজিববর্ষের প্রতিশ্রতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, সমবায় কর্মকর্তা ওয়াজেদ আলী, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মাহাবুবুল আলম, কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সি.এ. আবুল কালাম আজাদ।
এসময় কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত সাধারণ জনগণকে ভূমিকম্প ও অগ্নিকান্ড সর্ম্পকে ধারণা দেন এবং কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায় তার একটি মহড়া প্রদর্শন করেন।

চৌহালী( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসন ও ত্রাণ দপ্তরের উদ্যোগে বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। চৌহালী উপজেলা প্রশাসনের  নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  যুবলীগের সাধারণ সম্পাদক মোল্যা  বাবুল  আক্তার, চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত   অধ্যক্ষ আব্দুল মান্নান ও হাবিবুর রহমান প্রমুখ। পরে ত্রাণ ও দূর্যোগ দপ্তরের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া প্রদর্শন ও বৃক্ষরোপণ করতে কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 'মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা এবং দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সখীপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার লাভলু তরফদারের নেতৃত্বে ১৬ জন ফায়ার ফাইডার দূর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন করে।শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী'র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, উপজেলা সমাজসেবা অফিসার মুনসুর আহমেদ মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, বিআরডিবির চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা প্রকল্প কর্মর্কতা এরশাদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসমত আরা খাতুন, সখীপুর ফায়ার সার্ভিসের  সাব অফিসার লাভলু তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্য নিয়ে দিরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।বক্তব্য রাখেন-দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমরুল হক সহ ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাবৃন্দ। এসময় সেখানে অগ্নিকান্ড, ভূমিকম্পসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে মানুষকে প্রাথমিক ভাবে কিভাবে উদ্ধার করতে হয় সেগুলো প্রদশর্নীর মাধ্যমে তুলে ধরা হয়।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উপলক্ষে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সৌজন্যে র্যা লি বের করা হয়। পরে র্যা লি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মো. রুবেল, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নাথান চৌকিদার, রোজনিল মিতু, সুরভি আক্তার, যুব ফোরামের সভাপতি জাহিদ ইকবাল, সদস্য নাজমুস সাকিব প্রমুুখ।

কালকিন(মাদারীপুর)প্রতিনিধি: 'মুজিববর্ষের প্রতিশ্রুতি,জোরদার করি দুর্যোগ প্রস্তুতি' এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যােগে এ কর্মসুচি পালন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর তঞ্চঙ্গ্যারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মস্তফা কামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, জেলা ফায়ার সার্ভিস সাব কর্মকর্তা মাহাতাবউদ্দিন, উপজেলা যুবউন্নয়ন সহকারী কর্মকর্তা আবুল খায়ের ও শিক্ষক মোঃ জাহিদ প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী ৫০ বছর পূর্তি দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী ৫০ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি , মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে বনাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ত্রিশাল ফায়ার সার্ভিসের আয়োজনে জনসাধারনকে সচেতন করার জন্য বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান নিজ হাতে গ্যাসের আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনেন। মহড়া শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, ত্রিশাল ফায়ার স্টেশনের অফিসার রিয়াজ উদ্দিন, ফায়ার সার্ভিসের টিম ম্যানেজার একাব্বর আলী প্রমূখ।

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি’ এই প্রকিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি পালিত করা হয়। এতে সহযোগিতায় রয়েছে রিকল, গণউন্নয়ন কেন্দ্র, আরডিআরএস বাংলাদেশ ও সঙ্গ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ওয়াদুদ মন্ডল, কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত সাব অফিসার খোরশেদ আলম, গণউন্নয়ন প্রকল্পের উপজেলা প্রকল্প সমন্বয়কারি মনির হোসেন প্রমূখ।

আমারসংবাদ/এআই