Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

নানিয়ারচরে মন্দির পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি 

অক্টোবর ১৩, ২০২১, ০১:৫৫ পিএম


নানিয়ারচরে মন্দির পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপর বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর মাননীয় চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। 

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে মন্দির পরিদর্শনের সময় নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান নিখিল খুমার চাকমা এবং আঞ্চলিক পরিষদ সদস্য জনাব হাজি মোহাম্মদ কামালকে ফুলের শুভেচ্ছা জানানোর হয়। পরবর্তীতে নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, ওসি মোঃ সাব্বির রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা বাবুল কর্মকার, নানিয়ারচর  শ্রী শ্রী জগন্নাথ  মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু অশোক তালুকদার, নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদন পরিক্ষত দেবনাথ, নারায়ণ সাহা, প্রিয়তোষ দত্ত, জুয়েল বড়ুয়া ও সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্র দাশ রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্দির পরিদর্শন শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব, নিখিল খুমার চাকমা মহোদয় ‘আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা’ শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রিয় রাঙামাটি নানিয়ারচর উপজেলা শাখার পক্ষ থেকে ৩দিন ব্যাপী পানীয় ও মাস্ক বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রিয় রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা ইউনিটের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমারসংবাদ/কেএস