Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

‘সম্প্রীতির বন্ধনেই সকল উৎসব পালিত হবে’

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২১, ০২:৪০ পিএম


‘সম্প্রীতির বন্ধনেই সকল উৎসব পালিত হবে’

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন, দেশে ধর্মীয় সম্প্রীতির সুবাতাস বইছে। এটি অব্যাহত রাখতে সমাজের শুভ বুদ্ধির মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সময়ে দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মিলিত ভাবে কাজ করতে হয়। কিন্তু এমন এক সময় আসবে যখন উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশ লাগবে না। সম্প্রীতির বন্ধনেই সকল উৎসব পালিত হবে।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুরের ডেমাজানীতে পুজা মন্ডপ পরিদর্শন এবং আইন-শৃংখলা বিষয়ক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের পত্নী পুলিশ হেড কোয়ার্টার্স এর এআইজি সুনন্দা রায়। 

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস‍্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ। অধ্যাপক (অব:) অরুণ কুমার সরকারের সভাপতিত্বে এবং এসআই জেবুন্নেসা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি নীরেন্দ্র মোহন সাহা। 

মতবিনিময় সভায় আরও অংশ নেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন, ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহনের পত্নী কোহিনুর মোহন, আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারী জিয়াউর রহমান, পুজা উদ্যাপন পরিষদের সেক্রেটারী তপু কুমার সরকার তাপস, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সেক্রেটারী অমল কুমার সাহা, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ।

আমারসংবাদ/কেএস