Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

খাগড়াছড়ি’র ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৩ জনের মনোনয়ন দাখিল

খাগড়াছড়ি প্রতিনিধি 

অক্টোবর ১৭, ২০২১, ০১:৪৫ পিএম


খাগড়াছড়ি’র ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৩৩ জনের মনোনয়ন দাখিল

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার দশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৩৩ জন সাধারণ সদস্য ২৮৬ জন সংরক্ষিত আসনে ৮৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

রোববার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন গোমতি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তফাজ্জল হোসেন। এর আগে একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ লিটন। 

একই দিনে বেলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রহমত উল্যাহ, আমতলীতে আওয়ামী লীগের মো. আব্দুল গনি, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হেমেন্দ্র ত্রিপুরা, তাইন্দংয়ে আওয়ামীলীগের মো. পেয়ার আহম্মেদ মজুমদার, তবলছড়িতে আওযামী লীগের নুর মোহাম্মদ, বড়নালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইউনুছ মিয়া,গুইমারা উপজেলার সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রেদাক মারমা মনোনয় পত্র দাখিল করেন।

এ সময় মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমাসহ দলীয় নেতা-কর্মীরা তাদের সাথে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বেলছড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ছোট ভাই মো. জহিরুল ইসলাম ও যুবলীগের মো. মামুন, গোমতিতে মো. আনোয়ার হোসেন (চরমোনাই),  মাটিরাঙ্গা সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রিপন জয় ত্রিপুরা মনোনয়ন পত্র দাখিল করেন। আমতলীতে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জমির আলী ভুইয়া, বড়নাল ইউনয়নে দলীয় মনোনয়ন বঞ্চিত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবলীগের মো. ইলিয়াছ ও মো. মজল হক। তবলছড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল কাদের ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া। তাইন্দংয়ে আওযামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর,  মো. তনু মিয়া ও মো. সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মাটিরাঙা উপজেলা ও গুইমারা উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর মনোনয়নপত্র যাছাই-বাছাই। ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ২৭ অক্টোবর প্রতীক বরাদ্ধ।

আমারসংবাদ/কেএস