Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ধর্ম অবমাননা: রংপুরে ২৯টি বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২১, ০৬:০৫ এএম


ধর্ম অবমাননা: রংপুরে ২৯টি বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তরুণের ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীর ২৯টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। 

রোববার (১৭ অক্টোবর) রাতে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

রংপুরের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ফেসবুকে মাঝিপড়ার এক হিন্দু তরুণ ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট দিয়েছেন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত পৌনে ৯টার দিকে আগুনের খবর পায় তারা। এরপর পীরগঞ্জ থেকে দুটি, মিঠাপুকুর থেকে দুটি ও রংপুর থেকে একটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। ভোর ৪টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।