Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মুন্সিগঞ্জ সদরে ৯ ইউনিয়নে নৌকার প্রার্থী হতে চান যারা

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

অক্টোবর ১৮, ২০২১, ০৯:৩০ এএম


মুন্সিগঞ্জ সদরে ৯ ইউনিয়নে নৌকার প্রার্থী হতে চান যারা

জেলার মধ্যে অন্যতম উপজেলা মুন্সীগঞ্জ সদর। উপজেলাটি ৯ ইউনিয়নের সমন্বয়ে গঠিত। আগামী ২৮ই নভেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে ৬২ জন নেতাকর্মী আবেদন করেছে।

গত  শনিবার বিকেল ৩ টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এই আবেদন গ্রহন কার্যক্রম চলে। মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুতফর রহমানের পরিচালনায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মহিউদ্দিন। আবেদন গ্রহণ মনিটরিং কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: সোহানা তাহমিনা, এ্যাড: আব্দুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ। 

৬২টি আবেদনের মধ্যে পঞ্চসার ইউনিয়নে ৭ জন, রামপাল ইউনিয়নে ৫ জন, বজ্রযোগীনি ইউনিয়নে ৫ জন, মহাকালী ইউনিয়নে ৮ জন, আধারা ইউনিয়নে ১১ জন, বাংলাবাজার ইউনিয়নে ৫জন , শিলই ইউনিয়নে ৮ জন, চরকেওয়ার ইউনিয়নে ৪ জন, মোল্লাকান্দি ইউনিয়নে ১২ জন আবেদন জমা দেন। আধারা মোট ১১ জন এরা হলেন, ১.সামসুল কবির মাষ্টার। ২.এস আর রহমান মিলন। ৩.সুরুজ মিয়া। ৪.আলী হোসেন সরকার। ৫.মনির হোসেন বকাউল। ৬. সোহরাব হোসেন বেপারী। ৭.আব্দুল হক মোল্লা, ৮.খায়রুল ইসলাম খাজা। ৯. আমির হোসেন গাজী ১০. আফসিন আপন। ১১. হামিদুল হক।

বাংলাবাজার ৫জন এরা হলেন, ১. ইসমাইল সরকার ২. সোহরাব হোসেন নান্নু ৩. দ্বীল মোহাম্মদ খোকা ৪. সোহরাব হোসেন নান্নু ৫. এস এম আনিছুর রহমান।

মোল্লাকান্দি ১২ জন: ১. মহসিনা হক কল্পনা ২. রিপন পাটোয়ারি ৩. শাহ আলম মল্লিক ৪. আ: হক দেওয়ান ৫. আজাহার উদ্দিন মোল্লা ৬. জাহাঙ্গীর সরকার ৭. খালেদ পারভেজ ৮. মোস্তফা মোল্লা ৯. হেদায়েতুল ইসলাম ( শুক্কুর আলী) ১০. ফজল গাজী ১১. খায়রুল ইসলাম পাভেল ১২. ফরহাদ খাঁন।

শিলই ৮ : ১. আবুল হাশেম লিটন ২.পারভেজ মৃধা  ৩.সাঈদ বেপারি   ৪. এস এম সজল আহম্মেদ মিতালি ৫. কাজী কাদের ৬. হাজী আনোয়ার হোসেন ৭. মাহবুব আলম তমিজ ৮. সুমন মৃধা।

চরকেওয়ার ৩জন: ১. আক্তারুজ্জামান জীবন ২. আফছার উদ্দিন ভূইয়া, ৩. সেকান্দার আলী সিকদার।

পঞ্চসার ৭ জন: ১.আলমগীর হোসেন খাঁন  ২. গোলাম মোস্তফা ৩.মাহমুদুল হাসান লাকুম ৪. ফয়েজ আহম্মেদ পাভেল ৫. গোলাম রসুল সিরাজি রোমান ৬. জাহিদ হাসান ৭. গোলাম মাওলা

রামপাল ৫: ১. শেখ মনিরুজ্জামান ২. আব্দুল হাকিম বেপারী ৩. মো: হারুন শেখ ৪: আওলাদ হোসেন পুস্তি ৫. মোশারফ হোসেন মোল্লা। বজ্রযোগনী ৫. ১. মো. রবিন হোসেন ২. জাহিদুল ইসলাম দিদার ৩. মো. রনি ৪. মেহেদি হাসান ৫. শাহীন দেওয়ান।

মহাকালি ৮জন এরা হলেন, ১. শহিদুল ইসলাম ২. জি এম মনসুর উদ্দিন ৩.ফারুক আহম্মেদ পিন্টু ৪. শাহ আলম ৫. নজরুল ইসলাম বেপারি ৬. বুলবুল আহম্মেদ সুমন ৭. জিয়াউল হাসান ধীরেন ৮. মনির হোসেন সাগর।

আমারসংবাদ/কেএস