Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন

অক্টোবর ১৮, ২০২১, ০৯:৫০ এএম


নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন

চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, এলপিজি গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো সহ গ্রাম থেকে শহরে সর্বত্র ওএমএস এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বরিশালে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। 

সিন্ডিকেটের দৌরাত্ম ভাঙ্গো, জনজীবন বাঁচাও এই শ্লোগান নিয়ে ওই কর্মসূচি পালন করেছেন বাম গণতান্ত্রিক জোটের বরিশাল জেলা শাখার নেতাকর্মীরা। 

সোমবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সদর রোডে এই কর্মসূচি পালন করা হয়। 

একই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপি সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং হিন্দুদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খান, ইমরান হাবীব রুমন, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, আরিফুর রহমান মিরাজ, কমরেড সাইদুর রহমান, জাফর আহমেদ তালুকদার ও হারুন অর রসিদ প্রমুখ।