Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

কুমিল্লা প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২১, ১১:২৫ এএম


কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। 

সোমবার (১৮ অক্টোবর) সকালে তারা নগরীর নানুয়া দীঘির পাড় পূজামণ্ডপের স্থান পরিদর্শন করেন। 

এ সময় নেতৃবৃন্দ বলেন, ধর্মের নামে যারা দুর্বৃত্তায়ন ঘটায়, তাদের রুখে দিতে হবে। আগামী ২৪ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এর প্রতিকার ও দোষীদের শাস্তি দাবি করে স্মারকলিপি দেয়া হবে বলেও তারা জানান। 

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। তাই আমরা এসব ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। সঠিক অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাছাড়াও হামলা-ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান তারা। 

এ সময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক ড. নিজামুল হক ভূঁইয়া, প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. আবদুর রহিম, শামসুন্নাহার হলের প্রভোস্ট লতিফা জামাল, সমিতির সদস্য ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. জিয়া রহমান ও গবেষক আহসানুল কবির। 

আমারসংবাদ/কেএস