Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের সাথে রিটার্নিং অফিসারের মতবিনিময় 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

অক্টোবর ১৮, ২০২১, ০২:১৫ পিএম


কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের সাথে রিটার্নিং অফিসারের মতবিনিময় 

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের সাথে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা নির্বাচন অফিসের কক্ষে অনুষ্ঠিত মতবিনিয় সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা নির্বাচন অফিসার ও কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার এ.এম শামসুজ্জামান।

মতবিনিয় সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন,  কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মাহবুব, একুশে টেলিভিশনের সাংবাদিক অপুর্ব রায়, সাংবাদিক নাজমুল প্রমূখ। 

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪ঘটিকা পর্যন্ত।

ইলেক্ট্রনিক(ইভিএম) ভোটিং মেশিনের মাধ্যমে একটানা ভোট গ্রহণ চলবে। ২ নভেম্বর রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। 

কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৪৮ হাজার ৫০১ জন পুরুষ ও ৪৬ হাজার ৯৩৪ জন মহিলা ভোটার ভোট প্রদান করবেন।

আমারসংবাদ/কেএস