Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

ভৈরবে সমসাময়িক সামাজিক সম্প্রীতি বজায় রাখতে মত বিনিময় সভা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২১, ০৯:১০ এএম


ভৈরবে সমসাময়িক সামাজিক সম্প্রীতি বজায় রাখতে মত বিনিময় সভা

কিশোরগঞ্জের ভৈরবে সমসাময়িক সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সর্বদলীয় মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বঙ্গ-বন্ধু হল রুমে এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব ঈমাম উলামা পরিষদের সভাপতি আবদুল্লাহ আল-আমিন, ভৈরব পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাস,সাধারন সম্পাদক দুলাল চন্দ্র সাহা প্রমূখ। এ ছাড়া ও জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। 

সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে বলা আছে অন্য ধর্মের লোকজনকে মানবিক ও নাগরিক অধিকার সমানভাবে দিতে হবে। তদ্রুপ অপরাধ করলে ও সমান শাস্তির বিধান রয়েছে। ধর্ম নিয়ে সংঘর্ষে লিপ্ত হতে আল্লাহর রাসুল নিষেধ করে গেছেন। তাই উস্কানিমূলক কোন কথায় কান না দিয়ে বা কোন ধর্মের উপর আঘাত না করে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান বক্তারা। দেশোর বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে ও সনাতন ধর্মাবলম্বীদেও উপর হামলার তীব্র নিন্দা জানান তারা।

আমারসংবাদ/কেএস