Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ফেনীতে সম্প্রীতি রক্ষা দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২১, ১২:৫৫ পিএম


ফেনীতে সম্প্রীতি রক্ষা দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ

ফেনীতে সম্প্রীতি রক্ষা দিবসে সমাবেশের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এ সমাবেশের আয়োজন করে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কবি মুহাম্মাদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি জাহিদ হোসেন বাবলু, শান্তি রঞ্জন চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সমরজিৎ দাশ টুটুল, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অরূপ দত্ত, শিল্পকলার নির্বাহী সদস্য বাপ্পী পোদ্দার, হুমায়ুন মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, শোলক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রাসেল চৌধুরী, আবৃত্তি একাডেমি ফেনীর সভাপতি সৈয়দ আশ্রাফুল হক আরমান, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্য সচিব এমএফ রহমান মিলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, সেলিম আল দীন নাট্য চর্চা কেন্দ্রের সদস্য সচিব রাজিব সারোয়ার, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, পঞ্চবটী সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী, বঙ্গবন্ধু কিশোর কিশোর মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফিরোজ মামুন, ফেনী নাট্য গোষ্ঠীর সমন্বয়কারী ইসহাক চৌধুরী, জাগরণী সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়কারী আরডি বাবলু ও সাংস্কৃতিক কর্মী আবদুর রহমান সুজন প্রমুখ।

সমাবেশে ৩০টিরও অধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা কাউকে ধর্মীয় বিবেচনায না এনে সকলকেই বাংলাদেশী পরিচয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সৃষ্টির আহ্বান জানান।

আমারসংবাদ/এআই