Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আখাউড়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা

আখাউড়া প্রতিনিধি

অক্টোবর ১৯, ২০২১, ০১:৪৫ পিএম


আখাউড়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রংপুরের পীরগঞ্জ সহ সারাদেশে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে 'সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা' কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখা।পরে শোভাযাত্রাটি বিক্ষোভ মিছিলে রূপান্তরিত হয়।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ''বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের ঠাই নাই''বঙ্গবন্ধুর বাংলায় হিন্দু মুসলিম ভাই ভাই''জামাত শিবির রাজাকার এই মুহূর্তে দেশ ছাড় বলে বিভিন্ন স্লোগান দেয়।

মিছিল শেষে পৌর শহরের মোটর স্ট্যান্ড এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন বক্তব্য রাখেন। 

এসময় তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।একাত্তরের পরাজিত শক্তি মৌলবাদীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে পাঁয়তারা করছে। বাংলাদেশ ছাত্রলীগ তাদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেবে না। 

এসময় তারা মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক, উদার, মানবিক, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে স্বেচ্ছায় রক্তদান কারী সংগঠন আত্মীয়র প্রধান সমন্বয়কারী সমীর চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ নেতা সুস্ময় খাঁন, হৃদয় ঘোষ, নাঈম আহমেদ নীড়, পারভেজ আহমেদসহ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।