Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

গ্রামপুলিশের মহানুভবতায় মোবাইল সেট ফিরে পেলেন অধ্যাপক

আখাউড়া প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২১, ০৯:৫৫ এএম


গ্রামপুলিশের মহানুভবতায় মোবাইল সেট ফিরে পেলেন অধ্যাপক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশের মহানুভবতায় মোবাইল ফোন ফেরত পেয়েছেন এক কলেজ অধ্যাপক। এমন মানবিক কাজটি করতে পেরে খুশি গ্রামপুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বৃহস্পতিবার (২১অক্টোবর) উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদে মোবাইল ফোনটি ফেরত দেন অত্র ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুল হাকিম।

জানা গেছে, গত কয়েকদিন আগে আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের যুক্তিবিদ্যার সহকারি অধ্যাপক ওয়াহিদ সারোয়ার তার নিজের ব্যবহার করা অপু ব্র্যান্ডের একটি মোবাইল সেট হারিয়ে ফেলে। পরে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আব্দুল হাকিম মোবাইল সেটটি পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিনকে বিষয়টি অবহিত করে। 

লোক মারফত চেয়ারম্যান জানতে পারে রাস্তায় পাওয়া মোবাইল সেটটি শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যাপকের পরে বৃহস্পতিবার দুপুরে মোবাইল সেটটি প্রকৃত মালিকের কাছে তুলে দেওয়া হয়।

প্রকৃত মালিক কে হারানো মোবাইল সেটটি ফেরত দিতে পেরে ভালোলাগা ও স্বস্তির কথা জানালেন গ্রামপুলিশ আব্দুল হাকিম।

আখাউড়া সরকারি শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যাপক ওয়াহিদ সারওয়ার জানান, গ্রাম পুলিশ আব্দুল হাকিম অত্যন্ত আন্তরিকতার সহিত আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফেরত দিয়েছে।সে মোবাইল সেটি সদিচ্ছাই চেয়ারম্যান এর মাধ্যমে আমাকে ফিরিয়ে দিয়েছে। এজন্য গ্রামপুলিশ আব্দুল হাকিম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীন জানান, আমার পরিষদের গ্রাম পুলিশ আব্দুল হাকিম কিছুদিন আগে রাস্তায় একটি মোবাইল সেট পেয়ে আমাকে জানায়।পরে জানতে পারি মোবাইল সেটটি আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের যুক্তিবিদ্যার অধ্যাপক ওয়াহিদ সারোয়ার স্যারের তিনি আমারও শিক্ষক।আজ দুপুরে ইউনিয়ন পরিষদে স্যার কে এনে মোবাইল সেটটি ফেরত দেওয়া হয়। স্যার কে মোবাইল সেটটি ফেরত দিতে পারে আমি আনন্দিত।

আমারসংবাদ/এআই