Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে দিরাই উপজেলা প্রশাসনের মতবিনিময় 

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২১, ০১:৩৫ পিএম


সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে দিরাই উপজেলা প্রশাসনের মতবিনিময় 

সুনামগঞ্জের দিরাইয়ে সাম্প্রদায়িক সৌহার্দ সম্প্রীতি অটুট রাখতে উপজেলার ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে দিরাই উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, সৌম্য চৌধুরী, রতন কুমার দাস তালুকদার, শিবলী আহমদ বেগ, আব্দুল কুদ্দুছ, চন্ডিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন, ধল আশ্রয় মাদ্রাসার সুপার ওমর ফারুক, দিরাই পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন রায়, সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ ইদ্রিস আহমদ, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার সহ পৌর কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যেখানে বহুকাল ধরেই হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধসহ নানা ধর্মের, নানা জাতির মানুষের বসবাস। হিন্দু মুসলিম ধর্মের সৌহার্দ সম্প্রীতি অটুট রাখতেই আজকের এই মতবিনিময়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল ক্ষেত্রে গুজব রটানো রুখতে আজকের সভায় যারা উপস্থিতি রয়েছে তাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দিরাই উপজেলা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন আমরা আশা করি তা অব্যাহত থাকবে।

আমারসংবাদ/কেএস