Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

অবৈধ পার্কিং-ফুটপাত দখল করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২১, ০২:০৫ পিএম


অবৈধ পার্কিং-ফুটপাত দখল করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের ব্যস্ততম চৌরাস্তা এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, অবৈধ পার্কিংয়ের দায়ে তিনটি আটোরিকশা ও ছয়টি মোটরসাইকেলের চালককে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌরবাজারের ফুটপাত দখল করায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী চৌরাস্তা এলাকায় যত্রতত্র পার্কিং ও ব্যবসায়িদের ফুটপাত দখলের কারণে অধিকাংশ সময় তীব্র যানজটের ফলে জনসাধারণকে চরম দুর্ভোগে পড়তে হয়। তাই ১৮৬০ সালের দণ্ডবিধি আইনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, সকল ধরনের যান চালক, দোকান মালিকদেরকে এরুপ প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।  

আমারসংবাদ/এমএস