Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

শাহজাদপুরে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

অক্টোবর ২১, ২০২১, ০২:৪০ পিএম


শাহজাদপুরে ৪০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস 

শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শাহজাদপুর উপজেলার কৈজুরীসহ যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডিমওয়ালা ইলিশ নিধনের সময় অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।  

এর আগের দিনও যমুনায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। 

জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল এদিন দুপুরে যমুনার তীরে আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য অফিসের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

আমারসংবাদ/কেএস