Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

মির্জাগঞ্জের ৬ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২১, ০৭:৩০ এএম


মির্জাগঞ্জের ৬ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর (তৃতীয় ধাপে) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তৃণমূলকে মূল্যায়ন করে এ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত শুক্রবার (২২ অক্টোবর) বিকাল ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে মির্জাগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের নৌকার মাঝি চূড়ান্ত করে তাদের তালিকা প্রকাশ করে।

উপজেলার ৬টি ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন নৌকার মাঝি হলেন- ১নং মাধবখালী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী মো. মিজানুর রহমান, ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এ্যাভোকেট মো. মনিরুল হক লিটন সিকদার, ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ, ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন খাঁন, ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাহাবুব আলম স্বপন এবং ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.  গোলাম সরোয়ার কিসলু।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এসব ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

আমারসংবাদ/কেএস