Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

মাটিরাঙ্গাতে লাইফস্টাইল বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত

খাগড়াছড়ি প্রতিনিধি 

অক্টোবর ২৩, ২০২১, ০৭:৪৫ এএম


মাটিরাঙ্গাতে লাইফস্টাইল বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্বাস্হ্য অধিদপ্তরের স্বাস্হ্য শিক্ষা ব্যুরোর হেলর্থ এডুকেশন এন্ড প্রমোশন অপারেশনাল প্ল্যানের আওতায় উপজেলা পর্যায়ে লাইফস্টাইল'র উপরে দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্হ্য শিক্ষা ব্যুরোর স্বাস্হ্য অধিদপ্তর ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আয়োজনে  মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খায়রুল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন স্বাস্হ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা: সাইফুল ইসলাম। লাইফস্টাইল হেলর্থ এডুকেশন এন্ড প্রমোশন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, মাটিরাঙ্গা স্বাস্হ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালন্টেন ডা: ইসরাত জাহান, মেডিকেল অফিসার ডাঃ মিল্টন ত্রিপুরা, মেডিকেল অফিসার ডা: সঙ্গীতা ধর, মাটিরাঙ্গা পৌরসভার পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন জয়নাল। 

মাটিরাঙ্গা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা:নাসরিন আক্তার লাইফস্টাইল সম্পকে প্রজেক্টরমেশিন'র মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনের লক্ষ্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা স্বাস্থ্যবিভাগের একার পক্ষে সম্ভব নয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসম্মত জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়ে তোলা সম্ভব হবে। এজন্য সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। 

অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন, মাটিরাঙ্গা কেন্দ্রয়ী জামে মসজিদের ইমাম আলহাজ্ব মো: হাফেজ হারুন উর রশীদ, মাটিরাঙ্গা ব্যাকের স্বাস্হ্য বিভাগের ম্যানেজার মো: সাইফুল ইসলাম মাটিরাঙ্গা আশোকারামা বৌদ্ধ বিহারের ভিক্ষু কোবিন্দ, পল্লীচিকিৎসক মো: আরমান মাটিরাঙ্গা শ্রীশ্রী রক্ষা কালিমন্দিরের পুরোহিত মৃধল চক্রবর্তী সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, এনজিও কর্মী উপস্হিত ছিলেন।

আমারসংবাদ/কেএস