Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

হরিরামপুরে চরাঞ্চলের শিক্ষার বাতিঘরে বৃক্ষরোপণ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

অক্টোবর ২৩, ২০২১, ১০:০৫ এএম


হরিরামপুরে চরাঞ্চলের শিক্ষার বাতিঘরে বৃক্ষরোপণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের কুটিমিয়া স্মৃতি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছে পরিবেশবাদী সংগঠন "হরিরামপুর শ্যামল নিসর্গ"।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চরাঞ্চলের শিক্ষার বাতিঘরখ্যাত এ বিদ্যালয়ে কৃষ্ণচূড়া, রক্তকাঞ্চন, সোনালু, জারুল, পলাশ, পিংক ক্যাশিয়া, বটগাছসহ বিভিন্ন ফুলগাছ রোপণ করেন সংগঠনের সদস্যরা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

"অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি" স্লোগানে প্রতিষ্ঠিত হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনটি গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে "বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ হরিরামপুর গড়ে তুলি" কর্মসূচি শুরু করে। 
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, রাস্তার পাশে, খোলা জায়গাসহ পদ্মার পাড়, উপজেলা চত্ত্বর, স্বাস্থ্য কমপ্লেক্স, ডাকবাংলোসহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছে।

আমারসংবাদ/কেএস