Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মাটিরাঙ্গায় ৩ দোকানিকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি 

অক্টোবর ২৩, ২০২১, ১০:০৫ এএম


মাটিরাঙ্গায় ৩ দোকানিকে জরিমানা

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো: হেদায়েত উল্ল্যাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারী ও ফুড সেফটি ইন্সপেক্টর মিজানুর রহমান সহ পুলিশ, আনসার সদস্য উপস্হিত ছিলেন। 

এসময় মাটিরাঙ্গা বাজারে বিআরটিসি হোটেল,হাজী হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার এবং পার্বতী ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে  তিন দোকানিকে ১২হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো:হেদায়েত উল্ল্যাহ জানান, ভেজাল পন্য ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মাটিরাঙ্গা বাজারের তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান তিনি।

আমারসংবাদ/কেএস