Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

একদিনে চারটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জ প্রতিনিধি 

অক্টোবর ২৩, ২০২১, ১২:২৫ পিএম


একদিনে চারটি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জের বেলকুচি ও চৌহালী উপজেলার চারটি ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একদিনে চারটি বাল্যবিয়ে বন্ধ করেছেন বেলকুচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত ৪টি পৃথক বিয়ের কনের বাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতে ১৮ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বিষয়টি আমার সংবাদকে নিশ্চিত করেছেন বেলকুচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান। 

ইউএনও জানান, বেলকুচি উপজেলার ভাংগাবাড়ী ইউনিয়নের আদাচাকী এবং ধুকুরিয়া বেড়া ইউনিয়নের পারসগুনা ও দৌলতপুর ইউনিয়নের আজুগড়া গ্রামে একটি করে এই উপজেলায় তিনটি এবং চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের স্থল নওহাটা গ্রামে একটি সহ মোট চারটি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

তিনি আরও জানান, এই চার স্কুলছাত্রীর মধ্যে একজন সপ্তম শ্রেণি, দুইজন নবম শ্রেণি ও বাকিজন দশম শ্রেণিতে অধ্যয়নরত। এই হতে যাওয়া চারটি বাল্যবিয়েতেই কনে অপ্রাপ্তবয়স্ক ছিলেন। এসময় সবগুলো কণের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বাল্যবিয়েগুলো বন্ধ করে। এবং মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও সকল ক্ষেত্রেই কনের বাবার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেননা মর্মে মুচলেকা নেয়া হয়। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

আমারসংবাদ/কেএস