Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ফেসবুকে ‘ককটেল বিষ্ফোরণ’ গুজব, ছাত্র পরিষদ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

অক্টোবর ২৩, ২০২১, ০১:৫৫ পিএম


ফেসবুকে ‘ককটেল বিষ্ফোরণ’ গুজব, ছাত্র পরিষদ নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ককটেল বিষ্ফোরণ’ গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন আহবায়ক নাজির হোসেন ইমরান (২৬) কে আটক করেছে র‍্যাব-১১।

শনিবার (২৩ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিওিত্বে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা থেকে ইমরানকে গ্রেপ্তার করে।

বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর অধিনায়ক ল্যাফটেন্ট কর্ণেল তানভির পাশা। 

এসময় তানভির পাশা জানান, কুমিল্লার পূজা মণ্ডপে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে ককটেল বিষ্ফোরণের গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানি মূলক পোস্ট দিয়ে অপপ্রচার করে আসছিল। পরবর্তীতে সে পোস্টটি ডিলিট করে রাজধানীর বিভিন্ন এলাকায় আত্বগোপনে চলে যায়। এরই প্রেক্ষিতে র‍্যাব তার বিরুদ্ধে নজরদারি বাড়িয়ে আটক করে। আসামির বিরুদ্ধে আইনানুগত ব্যবস্হা প্রক্রিয়াধীন চলছে।

আমারসংবাদ/কেএস